চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক আটক
ছবিঃ সংগৃহীত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার ব্রিজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম ওই এলাকার কেয়ামত উদ্দিন ওরফে গেনুর ছেলে।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে দামুড়হুদার ব্রিজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল। এ সময় সাইফুলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক সাইফুলকে জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: শার্শায় সালিশি বৈঠকে হামলা, জামায়াত নেতাসহ আহত ১০





