কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল অটোরিকশাচালকের

Any Akter
মোঃ রবিউল আওয়াল, কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:১২ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে রুবেল (২৬) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশনিহত রুবেল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শুকুরাতাইন গ্রামের আছর উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে চরাইল এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১

বুধবার (১৩ আগস্ট) কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে। এ সময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিতে চাইলে রুবেল বাধা দেয়। তখন ছিনতাইকারীরা রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করলে রুবেল আহত হন। তখন রুবেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রুবেলকে আহত অবস্থায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের স্ত্রী পিয়া বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় রুবেল আমার সঙ্গে দেখা করে বলে গেছে এখনো জমার টাকা ওঠেনি, জমার টাকা উঠলেই রিকশা গ্যারেজে রেখে বাসায় আসব। এরপর সারা রাত আর কোনো খবর নেই। সে মোবাইল ফোন ব্যবহার করে না, তাই কোনো খবর না পেয়ে সারা রাত দুশ্চিন্তায় ঘুমাতে পারিনি। সকালে গ্যারেজ মালিক আমাকে জানায় রুবেল অ্যাক্সিডেন্ট করেছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার

আমি হাসপাতালে এসে দেখি আমার স্বামীর নিথর দেহ পড়ে আছে। আমি স্বামী হত্যার বিচার চাই।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু বলেন, ছিনতাইকারীরা মূলত অটোরিকশাটি ছিনিয়ে নিতে ধারালো অস্ত্র দিয়ে রুবেলের হাতে কোপ দিয়েছে। এতে তার হাতের রগ কেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। তবে এ সময় ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নিতে পারেনি। রুবেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আমরা আশপাশের এলাকার সিসি ফুটেজ উদ্ধার করেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।