নেত্রকোনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক রোগীকে চিকিৎসা ও ওষুধ বিতরণ

Sanchoy Biswas
হৃদয় রায় সজীব, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:১৭ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

উপজেলার বেখৈরহাটি বাজারের জুবায়দা ম্যানশনে মরহুম আব্দুল খালেক মাস্টারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

আরও পড়ুন: সাদাপাথর কাণ্ডে ভাইরাল হতে গিয়ে ফেঁসে গেলেন মোকাররিম!

আয়োজক নুরুননবী মোহাম্মদ টিপু জানান, সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্যাম্পে এলাকার অসচ্ছল পরিবারের পাঁচ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। এ সময় প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়। প্রতিবন্ধী, নারী, শিশুসহ সব বয়সের মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

তিনি আরও জানান, আগামী দিনগুলোতেও একইভাবে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।

আরও পড়ুন: কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৃক্ষরোপণ