নারী নির্যাতন মামলার ঘটনাস্থল পরিদর্শনে লালমনিরহাট পুলিশ সুপার

Sanchoy Biswas
আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:১৮ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারী নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এর অধীনে দায়েরকৃত মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার জনাব মো. তরিকুল ইসলাম। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে তিনি মোগলহাট ইউনিয়নের চর ফলিমারী গ্রামে সরেজমিনে উপস্থিত হয়ে মামলার অগ্রগতি ও তদন্ত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

মামলাটি লালমনিরহাট থানায় নথিভুক্ত হয় গত ১৮ আগস্ট (মামলা নং-৩৪/২৫, ধারা নারী নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(৪)(খ))। এ মামলার বিষয়ে স্থানীয়দের বক্তব্য শোনেন পুলিশ সুপার।

আরও পড়ুন: কেরানীগঞ্জে নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ সহকর্মীর বিরুদ্ধে

এ সময় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ, তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) বাদল কুমার মণ্ডলসহ সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও মামলার বাদী, ভুক্তভোগীর স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেন।

পুলিশ সুপার তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, “নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের নির্যাতনের বিষয়ে লালমনিরহাট জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ মামলার তদন্ত কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হবে এবং অপরাধী যেই হোক না কেন, আইনের আওতায় আনা হবে।”

আরও পড়ুন: সাদাপাথর আগের রুপে ফিরতে যা যা করা দরকার করা হবে: সারওয়ার আলম

পুলিশ সুপারের এ পরিদর্শনকে স্বাগত জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেছেন, সঠিক তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে।