নেত্রকোনায় বিকাশ কর্মী রিজন তালুকদার হত্যার প্রতিবাদে মানববন্ধন

বিকাশ কর্মী রিজন তালুকদার হত্যার প্রতিবাদে আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে সহকর্মী, ভাই, বন্ধু ও নেত্রকোনার সচেতন নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: নারী নির্যাতন মামলার ঘটনাস্থল পরিদর্শনে লালমনিরহাট পুলিশ সুপার
মানববন্ধনে বক্তারা রিজনের পরিকল্পিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং এতে জড়িত সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান।
রিজনের মা রাবেয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের বিচার যেন দ্রুত হয়। প্রশাসনের কাছে আমার আবেদন, আসামীদের দ্রুত সনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।
আরও পড়ুন: সাদাপাথর আগের রুপে ফিরতে যা যা করা দরকার করা হবে: সারওয়ার আলম
আয়োজকরা জানান, এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রিজনের মতো নিরপরাধ মানুষকে দিনের আলোতে হত্যা করা সমাজের জন্য কলঙ্ক। তাই দ্রুত বিচারই পারে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে।