যুবদল কর্মীর গুলিতে জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুরে ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন জামায়াতে ইসলামীর দুই কর্মী। তারা বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান সোমবার (১৮ আগস্ট) সকালে ঘটনাটি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামের ওয়াসেকের দোকান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—গোপালপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সদস্য মো. সজীব হোসেন (২০) ও মো. তুষার (২১)। তারা একই এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এস. এন. তরুণ দে
স্থানীয় সূত্র জানায়, গত ১৫ আগস্ট গোপালপুর হাইস্কুল মাঠে ফুটবল খেলা দেখা নিয়ে জামায়াতের কর্মী রাসেল ও বিএনপির কর্মী মানিকের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপর যুবদল ও ছাত্রদলের কয়েকজন কর্মী অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।
রোববার সন্ধ্যায় স্থানীয়রা সমঝোতার চেষ্টা করলেও রাতেই যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসিনের নেতৃত্বে কয়েকজন জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে হাবিবের ছোড়া গুলিতে সজীব ও তুষার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে: ইয়াসের খান চৌধুরী
এদিকে যুবদল ও ছাত্রদলের কোনো নেতাই এ ঘটনার দায় স্বীকার করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল নেতা দাবি করেন, শিবির কর্মীদের হামলার মুখে আত্মরক্ষার জন্য গুলি ছোড়া হয়।
তবে বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, স্কুল মাঠে খেলা দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল। সন্ধ্যায় স্থানীয় মুরুব্বিরা বৈঠক করে বিষয়টি মিটমাট করলেও রাতেই গুলির ঘটনা ঘটে। কারা গুলি চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো পক্ষই এখনও মামলা করেনি বলে জানান তিনি।





