নির্বাচনী পরিস্থিতি জানতে ইসিতে আইআরআই প্রতিনিধি দল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সম্পর্কে জানতে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন আইআরআই-এর একটি প্রতিনিধি দল।
আরও পড়ুন: সীমানা পুনর্নির্ধারণে ৮৩ আসন নিয়ে ইসিতে জমা ১,৭৬০ আবেদন
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইআরআই-এর পরিচালক স্টিফেন সিমা। তিনি বলেন, আজকের বৈঠকে আমরা কীভাবে সহযোগিতা করতে পারি, সেটি নিয়ে আলোচনা হয়েছে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ইসি তাদের প্রস্তুতি সম্পর্কে আমাদের জানিয়েছেন।
তিনি আরও বলেন, আমরা কোনো নির্দিষ্ট বিষয়ে সুপারিশ করিনি এবং সরাসরি নির্বাচন কমিশনকে সহায়তাও দিই না। তবে আমরা রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্র ও সুশাসন নিয়ে কারিগরি সহায়তা দিয়ে থাকি।
আরও পড়ুন: জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে
আইআরআই-এর চলমান কার্যক্রম সম্পর্কে স্টিফেন সিমা বলেন, আমরা ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি। দলগুলোর মধ্যে আন্তঃসংলাপ এবং নীতিনির্ধারক পর্যায়ের সংলাপেও কাজ করেছি। ঢাকা সফরের উদ্দেশ্য হলো কীভাবে দলগুলোকে আরও ভালোভাবে সহায়তা দেওয়া যায় সে বিষয়ে ধারণা পাওয়া এবং কমিশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা।
বৈঠকে আইআরআই পরিচালক স্টিফেন সিমা ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার ডেপুটি ডিরেক্টর ম্যাথ্যু কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।