রাজশাহীতে বরখাস্ত ডিবি এসআই মাহবুব হাসানকে গণধোলাই

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বরখাস্ত ডিবি এসআই মাহবুব হাসানকে শনিবার (২৩ আগস্ট) রাতে নগরীর হজের মোড় এলাকায় স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছেন।
ভুক্তভোগী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মাহবুব হাসান স্বঘোষিত সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সময় থেকে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে পুলিশে চাকরি পান। ডিবিতে কর্মরত অবস্থায় তিনি বিএনপি, জামায়াত, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের গ্রেফতার ও পঙ্গু করার অভিযোগে নাম রয়েছে। এছাড়া সাধারণ মানুষকেও গ্রেফতার ও মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
এক ঘটনার উদাহরণ হিসেবে বলা হয়, ২০১৯ সালে মাহবুব হাসান রাজীব আলী নামে একজনকে তুলে নিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায় করেছিলেন। পরবর্তীতে ওই ব্যক্তিকে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।
গণধোলাইয়ের সময়, জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করেন। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি মাসুদ জানিয়েছেন, মাহবুব হাসানকে থানায় রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন