পটুয়াখালীতে ইপিজেড, কর্মসংস্থান এক লাখ মানুষের

Sadek Ali
অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:৫৫ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের নবম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে উঠছে পটুয়াখালীতে। আগামী বছরের শুরুতেই বিনিয়োগকারীদের হাতে প্লট হস্তান্তর শুরু হবে বলে জানিয়েছে বেপজা। প্রকল্পটি চালু হলে প্রত্যক্ষভাবে এক লাখ ও পরোক্ষভাবে আরও দুই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

সম্পূর্ণ দেশীয় অর্থায়নে নির্মিত এ ইপিজেডে খরচ ধরা হয়েছে ১ হাজার ৪৪২ কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ১ হাজার ১০৫ কোটি এবং বেপজার নিজস্ব তহবিল থেকে আসবে প্রায় ৩৩৮ কোটি টাকা।

আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা

৩০৬টি শিল্প প্লটের পাশাপাশি থাকবে কারখানা ভবন, আবাসিক ভবন, অফিস কমপ্লেক্স, বিদ্যুৎ উপকেন্দ্র, বর্জ্য পরিশোধনাগার ও হেলিপ্যাড। কুয়াকাটায় বিনিয়োগকারীদের জন্য আলাদা ক্লাব নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

এ ইপিজেডে হালকা প্রকৌশল, আসবাব, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য, পোশাক, ইলেকট্রিক্যাল-ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি শিল্প গড়ে উঠবে। বিনিয়োগ আসতে পারে প্রায় ১৫৩ কোটি ডলার (১৮ হাজার ৩৬০ কোটি টাকা) এবং বছরে রপ্তানি হতে পারে ১৮৩ কোটি ডলার সমমূল্যের পণ্য।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন

প্রকল্প পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, প্রায় ৩০০ একর জমি প্রস্তুত করা হয়েছে এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে প্রথম প্লট হস্তান্তর করা হবে।