বিগত ১৭ বছর শিক্ষার কারিকুলাম সময় উপযোগী ছিল না: ডা. বাচ্চু

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৫১ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দলীয়করণের কারণে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার শিক্ষার মান উন্নয়ন দৃশ্যত কোনো উন্নয়ন করেনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও অবহেলা করেছে। তাদের সময়ে শিক্ষার কারিকুলাম সময় উপযোগী ছিল না। যে কারণে শিক্ষাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়া যায়নি। দুর্নীতি ও লুটপাট করা ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। দুর্নীতির কারণে আজকে দেশ ও সমাজ ধ্বংস হয়ে গেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (ছাতির বাজার) উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে শিক্ষার্থীদের মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: নরসিংদীতে টিউবওয়েলের পানি প্রবাহকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে বাবা-মার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। সমাজে প্রতিষ্ঠিত হতে না পারলে হতাশা আসবে। সেই হতাশা পরিবার, সমাজ, দেশের উপর প্রভাব ফেলবে। অভিভাবকদের উচিত তাদের সন্তানের প্রতি সুদৃষ্টি রাখা। সন্তানেরা লেখাপড়ায় মনোযোগী আছে কি না সেদিকে খেয়াল রাখা। পড়াশোনার পাশাপাশি তাদেরকে খেলাধুলা করারও সুযোগ দিতে হবে।

নবম শ্রেণির শিক্ষার্থী মাহমুদা রহমান ও নিলা আক্তার তাদের বক্তব্যে বলেন, কোনো শিক্ষার্থী নিজ থেকে মনোযোগী না হলে শিক্ষক বা বিদ্যালয় থেকে ওই শিক্ষার্থীকে মনোযোগী করতে পারবে না। শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনোযোগী করার জন্য স্মার্টফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন: পাঁচ ট্রলারসহ ৩০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বাংলাবাজার পত্রিকার গাজীপুর প্রতিনিধি বশির আহমেদ কাজলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কাউসার আহমেদের পরিচালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেস ক্লাব ও ইউসিসিএ (বিআরডিবি)’র সভাপতি সাংবাদিক এস এম মাহফুল হাসান হান্নান, প্রধান শিক্ষক টি এম জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক আবু নাসির মোল্লা, সালমা আক্তার, আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ, অভিভাবকদের পক্ষে কবিরুল ইসলাম, মাহফুজুর রহমান, রিপন ফকির প্রমুখ।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।