রামগঞ্জের কৃতী সন্তান মোতাহের হোসেন চৌধুরীর ৬৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে লেখক, প্রাবন্ধিক ও চিন্তাবিদ রামগঞ্জের কৃতী সন্তান মোতাহের হোসেন চৌধুরী এর ৬৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রামগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ রবিন শীষ এর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। আলোচনা করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গবেষক ও বিশেষজ্ঞ ড. কুদরত-ই-হুদা, দৈনিক যুগান্তর পত্রিকার সাহিত্য সম্পাদক কবি জুননু রাইন, এবং লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি গাজী গিয়াস উদ্দিন।
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক মোতাহের হোসেন চৌধুরীর পুত্র ক্যাপ্টেন সৈয়দ জাহিদ হোসাইন এবং রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার শরীফুল্লাহ আল শামসের পরিচালনায় অনুষ্ঠান শেষে লেখক মোতাহের হোসেন চৌধুরীর পুত্র ক্যাপ্টেন সৈয়দ জাহিদ হোসাইন কে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া উপজেলা প্রশাসন কর্তৃক স্মরণসভা উপলক্ষে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত বই পর্যালোচনা প্রতিযোগিতা-এর বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা
মোতাহের হোসেন চৌধুরী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম সৈয়দ আবদুল মজিদ এবং মাতা মরহুমা ফাতেমা খাতুন। মাতামহ কুমিল্লার বিখ্যাত দারোগা বাড়ির মৌলভী আশরাফ উদ্দিন।
তার রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ “সংস্কৃতি কথা”, অনুবাদ গ্রন্থসমূহ “সভ্যতা”, “সুখ”। তিনি ১৯৫৬ সালের ১৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
রামগঞ্জ উপজেলায় এ প্রথমবার মৃত্যুবার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত হলো।