ফেনীতে মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Sadek Ali
ইলিয়াছ সুমন, ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৩৬ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীতে মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা শনিবার বিকেলে সিজলার রেস্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম। 

সামাজিক সংগঠন আমরা ফেনীবাসীর আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি  ইয়াকুব নবী ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা জামায়াতে ইসলাম এর আমির মুফতি আব্দুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, আন্দোলনের সভাপতি ব্রাজিল এনামুল হক ভাইয়া, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, ডা তাবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ,  মাওলানা ওমর ফারুক , জেলা জামায়াতে ইসলাম এর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম। 

আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আমরা ফেনীবাসির সাধারণ সম্পাদক  একরামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আইউব , জামায়াতের শহর  সেক্রেটারি মিজানুর রহমান, এবি পার্টির সাধারণ সম্পাদক মাস্টার আহসান উল্লাহ, আমরা ফেনী বাসির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কোবির বাদল, মোহাম্মদ ইলিয়াছ। প্রাথমিক শিক্ষক সমিতির  মহাসচিব মহিউদ্দিন খন্দকার। 

সভায় বক্তারা বলেন, সমাজের সকল রোগের মা হচ্ছে মাদক। বর্তমানে বাজারে যে মাদকগুলো আছে সেগুলো অনেক বেশি। আমরা চাই মাদক নির্মূল হোক। আগামী নেতৃত্বে যারা আসবে তারা যেন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারে সেটাই প্রত্যাশা করছি। মাদকের অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত বিচার ট্রাইবুনাল করা যেতে পারে। শুধু প্রশাসন দিয়ে মাদক রোধ করা সম্ভব না। বন্ধ করতে হলে পরিবার, রাষ্ট্র ও আইন দিয়ে বন্ধ করতে হবে। সন্তানদের প্রতি নিয়মিত খেয়াল রাখতে হবে। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভা সমাবেশ করতে হবে। 

আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা

জেলা প্রশাসক বলেন, পরিবার থেকে পরিবর্তন আনতে হবে, পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবাইকে পারিবারিক শিক্ষার মাধ্যমে মাদক মুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।  অভিভাবকরা যদি সচেতন হই তাহলে আমাদের সন্তানরা খারাপ পথে যেতে পারবে না। ফেনীর রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সামাজিক নেতৃত্ব যদি মনে করে যে আগামীতে ফেনীতে কেউ যদি মাদকের সাথে জড়িয়ে পড়ে তাহলে তাদের আর ছাড় দেওয়া হবে না। তাহলে সমাজ থেকে মাদকের কারবার কমে আসবে।