সাতক্ষীরা তালায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে ১ যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার তালায় বিয়ের প্রলোভন দেখিয়ে ২০ বছরের এক তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে শামীম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী তরুণী চার মাসের অন্তঃসত্ত্বা। গ্রেপ্তারকৃত শামীম হোসেন উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়ারা গুচ্ছ গ্রামের হাশেম আলীর ছেলে। রবিবার রাতে খলিলনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. শহর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে ভুক্তভোগী তরুণী তালা থানায় মামলা করেন।
তালা থানা সূত্রে জানা গেছে, প্রায় সাত-আট মাস আগে মোবাইল ফোনে শামীমের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে শামীম বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এতে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
আরও পড়ুন: বিএনপিতে যোগ দিলেন মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ
সর্বশেষ গত ১৫ আগস্ট শামীম তাকে খলিলনগর গুচ্ছ গ্রামের নিজ বাড়িতে তিন দিন আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে বিয়ে করতে অস্বীকার করে শামীম তরুণীকে বাড়ি থেকে বের করে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী তালা থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১১, তারিখ: ২১.০৯.২০২৫)।
আরও পড়ুন: কাহালুতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন জানান, মামলার ভিত্তিতে শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।