শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যুবদলের নেতা আবু মোহাম্মদ মাসুমের শুভেচ্ছা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়সহ দেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ শুভেচ্ছা জানান।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বী মানুষের বিশ্বাস, সমাজের অন্যায়-অবিচার, অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা করা হয়ে থাকে। দীর্ঘকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মাধ্যমে ধর্মীয় মাঙ্গলিক আচার-অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
এসময় আবু মোহাম্মদ মাসুম বলেন, বাংলাদেশের হিন্দু-মুসলিম সম্প্রীতির ইতিহাস বহু পুরোনো। শত শত বছর ধরে একই গ্রামে, একই মাটিতে, একই আকাশের নিচে দুই সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। ঈদ হোক বা পূজা, সুখ-দুঃখে সবাই একসাথে অংশ নেয়।
“হিন্দু মুসলিম ভাই ভাই” কেবল একটি স্লোগান নয়, এটি আমাদের সামাজিক ঐক্যের প্রতীক। একে অপরের উৎসবে সহযোগিতা, বিপদে পাশে দাঁড়ানো—এগুলোই প্রমাণ করে আমরা একে অপরের শক্তি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আমাদের দায়িত্ব। ধর্ম যার যার, কিন্তু দেশ সবার। তাই আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো বিভেদই আমাদের আলাদা করতে পারবে না। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলেমিশে এই দেশকে এগিয়ে নিয়ে যাব, ঘৃণা নয়—ভালোবাসা ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করব।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের মরদেহ নিয়ে থানা ঘেরাও
আমি প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই যেন পূজা চলাকালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের মাধ্যমে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়, যাতে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করা যায়।
তিনি আরো বলেন, আমরা সকলে মিলে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য আরও সুদৃঢ় করব এবং ঘৃণার পরিবর্তে ভালোবাসার বন্ধনকে শক্তিশালী করব। শুভ শারদীয় দুর্গোৎসব।





