নিখোঁজের ১০৪ ঘণ্টা পর উদ্ধার জুলাই যোদ্ধা মামুন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:৪০ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর তুরাগ থেকে নিখোঁজের ১০৪ ঘণ্টা পর অবশেষে খোঁজ মিলেছে জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশীদের। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নারায়ণগঞ্জের পূর্বাচল ১ নম্বর মসজিদ থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর তুরাগের হানিফ আলী মোড় এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মামুন। এ ঘটনায় সেদিনই তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী খাদিজা।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র নিলেন রুমিন ফারহানা

মাওলানা মামুন তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। এছাড়া তিনি জুলাই গণঅভ্যুত্থানে উত্তরার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন।

উদ্ধারের আগেই শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মামুনের সন্ধানের দাবিতে মানববন্ধন করেন তার পরিবার ও স্বজনরা।

আরও পড়ুন: রূপগঞ্জে শিক্ষা দপ্তরে দুর্নীতির অভিযোগ, ঘুষ দাবির কল রেকর্ড ভাইরাল

মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে স্ত্রী খাদিজা বলেন, “পাঁচদিন ধরে আমার স্বামী নিখোঁজ। আমি কোথায় গেলে সন্তানদের বাবাকে ফিরিয়ে আনতে পারব? সরকার কি তাকে ফিরিয়ে দিতে পারবে না? স্বামীকে ছাড়া আমি অসহায় হয়ে পড়েছি। আমাদের মাদরাসা বন্ধ হওয়ার উপক্রম। আমার সন্তান সারাক্ষণ বাবার খোঁজ করছে—আমি ওকে কীভাবে বুঝাবো? অন্তত জুমার দিনেও কি স্বামীকে পাব না?”

তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন স্বামীকে নিরাপদে ফিরে পেতে।

এসময় মামুনের মা-বাবাও সন্তানের জীবিত ফেরার আকুতি জানিয়ে ভেঙে পড়েন।