চুনারুঘাটে ভাড়াঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৫৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা মীরবাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে মো. তোরাব আলী (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) দুপুরের দিকে চুনারুঘাট থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র‌্যালি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত তোরাব আলী মিরাশী বড়বাড়ি এলাকার মৃত চেরাগ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাতুন্ডা মীরবাড়িতে আব্দুর শহীদের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন এবং চুনারুঘাট বাজারের মদিনা কাচ্চি ডাইন হোটেলে প্রায় ৬-৭ মাস ধরে কাজ করতেন।

গত ২ অক্টোবর দুপুরে অসুস্থবোধ করায় তিনি হোটেলের ম্যানেজার আলাল মিয়ার কাছ থেকে ৫০ টাকা নিয়ে বাসায় ফিরে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার দুপুরে হোটেলের এক কর্মচারী তোরাব আলীকে কাজে আসার জন্য বাসায় গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে ম্যানেজারকে খবর দেন। পরে বিষয়টি থানায় জানানো হয়।

আরও পড়ুন: দেবীদ্বারের কৃষিতে ফিরেছে সবুজ হাসি

সংবাদ পেয়ে চুনারুঘাট থানার এসআই জিকরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং বিছানায় তোরাব আলীর মরদেহ দেখতে পান। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।