সাভারে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে ডিবি পুলিশ

ছবিঃ সংগৃহীত
সাভারে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার সন্ধ্যায় সাভার মডেল থানাধীন মুনসুর মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আরিফ খাঁ (৪০)। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মৃদুলিয়া গ্রামের মৃত খালেক খাঁর ছেলে।
আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনার সময় ডিবি পুলিশের একটি দল মুনসুর মার্কেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা আরিফকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সাভার মডেল থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।