সাবেক যুবদল নেতা রনির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

Sanchoy Biswas
হৃদয় রায় সজীব, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:২৪ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোনায় যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তার খানাখন্দ সংস্কার করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে নেত্রকোনা পৌর শহরের সাতপাই পালপাড়া এলাকার প্রধান সড়কে এ সংস্কার কাজ সম্পন্ন হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর শহরের সাতপাই কালিবাড়ি মোড় থেকে পালপাড়া মোড় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বড় বড় খানাখন্দে ভরে ছিল। এতে পথচারী ও যানবাহন চালকদের জন্য চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হতো। পৌরসভা দীর্ঘ সময় ধরে রাস্তাটির সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর ভোগান্তি চরমে পৌঁছায়। বিষয়টি যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনির নজরে এলে তিনি নেতা-কর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন। পরে রবিবার দুপুরে নিজ নেতৃত্বে সংস্কার কাজ সম্পন্ন করেন তিনি।

আরও পড়ুন: মুক্ত গণমাধ্যম যেন দায়িত্বহীন না হয়: এম আব্দুল্লাহ

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, রাস্তাটি বড় বড় গর্তে ভরা থাকায় চলাচল ছিল কষ্টসাধ্য। এখন সংস্কার হওয়ায় মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব হয়েছে।

এ প্রসঙ্গে সাবেক যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী ছিল। শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কষ্ট দেখে আমরা বিএনপি পরিবার মিলে এই উদ্যোগ নিয়েছি। আমরা সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। তিনি আরও সকল নেতাকর্মীকে জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র নিলেন রুমিন ফারহানা