কুলাউড়ায় ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তা ছাঁটাই ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারের কুলাউড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় পৌর শহরের কুলাউড়া ইসলামী ব্যাংকের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুলাউড়ার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শেলুর রহমানের সভাপতিত্বে ও দিদার হোসেনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের নেতা মাওলানা আসলাম রহমানী। তিনি বলেন, “ব্যাংক আমাদের, দলিল আমাদের — সুতরাং আমাদের ব্যাংক আমরা সাজাবো।”
আরও পড়ুন: ২৯ নভেম্বর অষ্টগ্রাম সাবুদ আলীর বাড়ির ওয়াজ ও দোয়ার মাহফিল
আরও বক্তব্য রাখেন কুলাউড়ার বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ মোঃ আলাউদ্দিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মাওলানা এনামুল ইসলাম, আবুল কাশেম আজাদ, এম. এ. জলিল, ছাব্বির আহমদ, জাফরান আহমেদ। চাকরিপ্রত্যাশীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের সাবেক মেধাবী ছাত্র নিজাম উদ্দিন।
নিজাম উদ্দিন বলেন, “২০১৭-২০২৪ সালের মধ্যে যাদেরকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং যারা নিয়োগ দিয়েছেন উভয়কে ব্যাংক থেকে বরখাস্ত করতে হবে। এমনকি এ সময় দেশের একটি উপজেলা থেকে ৭,২২৪ জন বিনা পরীক্ষায় নিয়োগ দেওয়া হয়। এটা দেশের মেধাবীদের সঙ্গে বৈষম্য ও সুস্পষ্ট জুলুম।”
আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র্যালি
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন খন্দকার আব্দুস সোবহান, কাজী জসিম উদ্দিন মামুন, দন্তচিকিৎসক মবশ্বির আলী তালুকদার, খেলাফত মজলিস নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ, আমজাদ হোসেন, চাকরিপ্রত্যাশী ফয়সাল আহমদ, আবু বক্কর মোহাম্মদ সিপন, সাইফুল ইসলাম প্রমুখ।
সকলের দাবি, ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাই করতে হবে এবং লুট করা টাকা ফেরত দিতে হবে।





