সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি, আটক দুই

Sadek Ali
নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:৪৫ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। 

সোমবার (৬ অক্টোবর) বিকেলে সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। 

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

আটকরা হলেন, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের রহম আলী শেখের ছেলে মো. মো. বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের শহিদের ছেলে সাহা (২৯)।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যা ব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। 

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, রাতে মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় সন্দিগ্ধ আসামী হিসেবে তাদের আটক করা হয়েছে। আটক বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার অভিযোগে বিভিন্ন থানায় ১৫টি ও সাহার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। 

প্রসঙ্গত, শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রীজের পাশে সংযোগ সড়কে একটি প্রাইভেটকার থামিয়ে ডাকাতি ও লুটপাট চালায় দেশীয় অস্ত্রধারী ডাকাতদল। ঘটনার সময় অপর একটি গাড়ীতে থাকা ঢাকা ধানমন্ডির ব্যবসায়ী ফজলে রাব্বী মোবাইলে ভিডিও ধারণ করে তার ফেসবুকে আপলোড করেন। মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ ঘটনায় ৫ অক্টোবর (রোববার) যমুনা সেতু পশ্চিম থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রমজান আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।