রাজবাড়ী ১ আসনে চলছে নমিনেশন পাওয়ার লড়াই

রাজবাড়ী জেলার দুইটি আসনের মধ্যে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে একটি আসন রয়েছে। রাজবাড়ী সদর একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন এবং গোয়ালন্দ একটি পৌরসভা ও ৪টি ইউনিয়ন নিয়ে সম্মিলিতভাবে রাজবাড়ী ১ আসন গঠিত।
এই আসনে বিএনপি'র নমিনেশন পাওয়ার জন্য লড়ছে দুইজন তুখোড় রাজনৈতিক ব্যক্তিত্ব। একজন হলেন সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, অপরদিকে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং রাজবাড়ী জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আসলাম মিয়া।
আরও পড়ুন: মৌলভীবাজারে দাঁড়িপাল্লার পক্ষে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছে: এম. আব্দুল মান্নান
দুজন প্রার্থী মরিয়া হয়ে উঠেছেন নমিনেশন পাওয়ার জন্য, কেউ কারোর চেয়ে কম নয়। একদিকে খৈয়াম সাহেবের লোকেরা বলছে, "খৈয়াম সাহেবের নমিনেশন ফাইনাল", অপরদিকে আসলাম সাহেবের লোকেরা বলছে, "আসলাম সাহেবের নমিনেশন ফাইনাল"। দুই গ্রুপের এই প্রচার-প্রচারণা নিয়মিত চলছে।
খৈয়াম সাহেব তার লোকজন নিয়ে কৌশলে মাঠে নির্বাচনী প্রচার চালাচ্ছেন এবং তিনি নমিনেশন পাবেন সেটাও সকলকে জানাচ্ছেন। অন্যদিকে আসলাম সাহেব ও তার লোকেরা মাঠে নির্বাচন কৌশল অবলম্বন করে নির্বাচনী প্রচার চালাচ্ছেন।
আরও পড়ুন: জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
খোঁজ নিয়ে জানা গেছে, রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম হজ্ব থেকে সৌদি আরব থেকে তার ফেসবুক পেজে লিখেছেন, "আলহামদুলিল্লাহ, সুখবর পেলাম।" এরপর তার সমর্থকদের মধ্যে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ চলে। এটি ফেসবুকে সমালোচনা ও আলোচনার জোয়ার বইছে জেলায়।
অপরদিকে সাম্প্রতিক সময়ে যুগান্তর একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে, ঢাকা বিভাগে বিএনপি'র মনোনয়ন পেতে কে এগিয়ে আছে। এখানে ১ আসনের জন্য আসলাম সাহেবের নাম উঠে আসে। এরপর তার সমর্থকরা আনন্দ উল্লাস প্রকাশ করেন। এটি নিয়েও ফেসবুকে আলোচনার ঝড় বইছে।
এদিকে রাজবাড়ী ১ আসনে জামায়াত প্রার্থী একক ঘোষণা করেছেন এডভোকেট নুরুল ইসলাম। তিনি তার সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অন্যান্য দলের তেমন নির্বাচনী প্রচারণা দেখা যাচ্ছে না।