রাষ্ট্র বিরোধী পোস্টে বগুড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার

বগুড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে রাষ্ট্র ও সরকার বিরোধী পোস্ট করার অপরাধে সাকিব খানকে গ্রেফতার করা হয়েছে। এই নেতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়ার অভিযোগ উঠে। উক্ত নেতা বগুড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় (সাবেক সদস্য সচিব) ও "জুলাই যোদ্ধা" হিসাবে পরিচিত।
উক্ত গ্রেফতারকৃত সাকিব খানকে গত ২১শে অক্টোবর দিবাগত ভোর রাতে শহরের নারুলী এলাকার নিজ বাসা থেকে তাকে ঢাকা সাইবার ক্রাইম ইউনিট ও গোয়েন্দা সংস্থা কতৃক গ্রেফতার করে।
আরও পড়ুন: বিজয়নগরে রসমালাই খেয়ে শিশুসহ পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে
ঘটনা সূত্রে জানা যায় যে, গত কয়েক দিন আগে সাকিব খান তার নিজ ফেসবুক পেজে অন্তর্বর্তীকালীন সরকার ও রাষ্ট্র বিরোধী একটি পোস্ট দেন। পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এরপর থেকেই উক্ত নেতাকে নজর দারিতে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারীর সকল বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায় যে, সোমবার রাত সাড়ে ৩টার সময় কয়েকটি গাড়ি নিয়ে একদল সশস্ত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসা ঘেরাও করে অভিযান চালায়। পরে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এতে নাম প্রকাশে অনিচ্ছুক এক ‘"জুলাই যোদ্ধা" অভিযোগ করে বলেন যে, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। পুলিশ এখনো স্পষ্ট করে কোন কিছু জানায়নি কোন মামলায় বা কেন তাকে গ্রেফতার করা হয়েছে, সেটিও বলা হয়নি। নিশ্চয় পরিকল্পিত ভাবে ফাঁসানো হচ্ছে সাকিবকে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিনামূল্যে শতাধিক নারীর স্তন-জরায়ু মুখে ক্যান্সারের পরীক্ষা
অপরদিকে সাকিব খানের গ্রেফতারের ঘটনায় বগুড়ার রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন, এটি “বক্তব্যের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ” আবার কেউ মনে করছেন, এটি “রাষ্ট্র বিরোধী প্রচারণার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এবিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর বলেন যে, সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।