পটুয়াখালীতে আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস উপলক্ষে নদী প্লাস্টিক ও পলিথিনমুক্ত রাখতে মানববন্ধন

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৪১ পূর্বাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস উপলক্ষে নদী প্লাস্টিক ও পলিথিনমুক্ত রাখার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা এগারোটায় ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’ ও ‘আমরা কলাপাড়াবাসী’-এর আয়োজনে কলাপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আন্ধারমানিক নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সংস্কৃতিকর্মী তানজিল জয় ও আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুলসহ সংগঠনটির সদস্যরা।

আরও পড়ুন: কাপাসিয়ায় তাওহিদী জনতার উদ্যোগে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বক্তারা জলবায়ুর নেতিবাচক প্রভাব উল্লেখ করে পৃথিবীকে বাসযোগ্য করে তোলার লক্ষ্যে আন্ধারমানিকসহ জেলার সব নদী দখল ও দূষণমুক্ত করার আহ্বান জানান।