জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৩:০০ ঘটিকায় তামাবিল মহাসড়কের কদমখাল (শাপলা বিলের প্রবেশমুখ) এলাকায় অভিযান চালায় পুলিশ।
আরও পড়ুন: কমলনগরে ইয়াবা ও দেহ ব্যবসায় বাধা দেওয়ায় বাড়ি-ঘর ভাঙচুর
এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক রাজন দেব 'র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স একটি বস্তার ভিতরে থাকা ২ টি কার্টুন ভর্তি মোট ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী দুই ব্যাক্তি বস্তা ফেলে পালিয়ে যায়।
পুলিশ আরো জানান, পালিয়ে যাওয়া দুই মাদক কারবারির পরিচয় সনাক্ত করা হয়েছে। আটক করা মাদকের বাজারমূল্য প্রায় ৯৬ হাজার টাকা সমপরিমাণ।
আরও পড়ুন: আগামী নির্বাচনে অনেক কাঁটা-কণ্টক পথ অতিক্রম করতে হবে: রিজভী
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে পলাতক দুই মাদক কারবারিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পলাতক মাদক কারবারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে তিনি নিশ্চিত করেছেন।





