ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে চালু হচ্ছে স্টারলিংক ইন্টারনেট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে দেশের প্রথমবারের মতো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এই যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন হল ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও হল সংসদের সমাজসেবা সম্পাদক মোজাম্মেল হক।
তিনি তার নির্বাচনী ইশতেহারে শিক্ষার্থীদের জন্য দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করেন তিনি।
আরও পড়ুন: বগুড়ায় হ্যান্ডক্যাপসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা রাজু গ্রেফতার
মোজাম্মেল হক বলেন, “শিক্ষার্থীদের অনলাইন ক্লাস, গবেষণা ও পড়াশোনার সুবিধার কথা ভেবে এই সেবা চালু করা হয়েছে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে হলকে স্মার্ট পরিবেশে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।”
হলের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেটের কারণে তারা নানা সমস্যার মুখে পড়তেন। নতুন এই সেবা চালুর ফলে এখন তারা নিরবচ্ছিন্নভাবে একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারছেন।
আরও পড়ুন: এক বস্তায় দুই মেয়াদ, খাদ্যনিয়ন্ত্রকের অবহেলায় গরিবের কপালে পোকা ধরা চাল
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মনে করছেন, সলিমুল্লাহ মুসলিম হলের এই উদ্যোগ অন্য হলগুলোর জন্যও অনুপ্রেরণার উৎস হবে।





