প্রধান অতিথি মাহমুদুর রহমান সুমন
৩১ দফা বাস্তবায়নে আড়াইহাজারে বিএনপির নির্বাচনী জনসভা ও র্যালি
রাষ্ট্র মেরামতে জনাব তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও নির্বাচনী প্রচারণা উপলক্ষে জনসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
শনিবার (১ নভেম্বর) বিকাল ৩টায় আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে “রাষ্ট্র মেরামতে জনাব তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও নির্বাচনী প্রচারণা” উপলক্ষে এক বিশাল জনসভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
আরও পড়ুন: দেখিয়েছে জরিনা সংসার করতে হবে সকিনার সাথে: হাসনাত আব্দুল্লাহ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জননেতা জনাব মাহমুদুর রহমান সুমন, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বক্তব্যে মাহমুদুর রহমান সুমন বলেন, আজ আমরা এমন এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি, যে মুহূর্তে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে জনগণের ভোটে, জনগণের শক্তিতে। অন্যায় যত বড়ই হোক, জনগণের শক্তির কাছে টিকতে পারে না। তিনি বলেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র আবার প্রতিষ্ঠা করবে, ইনশাল্লাহ। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ছয় বছর কারাভোগ ও পাঁচবার মৃত্যুর হাত থেকে ফিরে এসেও বিদেশে যাননি—
আরও পড়ুন: যথাযোগ্য মর্যাদায় কাশিয়ানীতে জাতীয় সমবায় দিবস পালিত
গণবিপ্লবের মাধ্যমে যিনি দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।
তিনি আরও বলেন, জনাব তারেক রহমান গত এক যুগ ধরে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, জনগণের অধিকার রক্ষার জন্য অবিরাম সংগ্রাম করছেন। তারেক রহমান একটি নাম, একটি ইতিহাস, যিনি অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, ন্যায় ও গণতন্ত্রের পথে অবিচল।
তার ঘোষিত ৩১ দফা রূপরেখা শুধু একটি কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির সনদ, রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার, একটি নতুন, সুবিচার ও সমতার





