সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু
সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর খাসিয়া জনগোষ্ঠীর গুলিতে শাকিল আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার ডোনা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার পাত্তিছড়া গ্রামের আব্দুর রহিম ওরফে সোনার চান্দের ছেলে।
আরও পড়ুন: যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের সংগ্রামী শুভেচ্ছা জানালেন মাসুম
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকজন যুবক সুপারি সংগ্রহের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ৫০০ গজ ভেতরে প্রবেশ করেছিলেন। সেখানে স্থানীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে শাকিল ঘটনাস্থলেই মারা যান।
তার মরদেহ ভারতের ভেতরেই রয়েছে বলে জানা গেছে। মরদেহ উদ্ধার ও ফেরত আনতে বিজিবি এবং বিএসএফ যোগাযোগ শুরু করেছে।
আরও পড়ুন: জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই: ড. এম.এ কাইয়ূম
ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।





