কলমাকান্দা সীমান্তে বিজিবির অভিযানে ৬৫ বোতল মদ জব্দ

Sadek Ali
হৃদয় রায় সজীব, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৩৫ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় পৃথক পৃথক অভিযানে মালিকবিহীন ৬৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডে বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৪১ বোতল এমসি ডুয়েলস, ১২ বোতল এসি ব্ল্যাক ও ১২ বোতল আইস ভদকা নামক এই তিন  ব্র্যান্ডের ভারতীয় মদ। 

বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক (৩১ বিজিবি) লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

আরও পড়ুন: শরীয়তপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

৩১ বিজিবি’র অধিনায়ক জানান, আজ (বুধবার) সকাল সাড়ে ৫টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ কচুগড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) সাত সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে এই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮০/২-এস হতে আনুমানিক তিন’শো গজ বাংলাদেশের অভ্যন্তরে খারনৈ ইউনিয়নের বনবেড়া নাম এলাকা থেকে মালিকবিহীন ১২ বোতল এসি ব্ল্যাক ও ১২ বোতল বোতল আইস ভদকা এই দু্ই  ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে।

তিনি আরো জানান, এরআগে গত মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ লেংগুরা বিওপি’র সাত সদস্যের আরেকটি বিশেষ টহল দল, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে দায়িত্ব পূর্ণ সীমান্ত পিলার ১১৭০ এমসি হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশে অভ্যন্তরে লেংগুরা ইউনিয়নের পশ্চিম লেংগুরা নাম এলাকা থেকে, মালিকবিহীন অবস্থায় ৪১ বোতল এমসি ডুয়েলস ব্র্যান্ডে ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র সদস্যরা।

আরও পড়ুন: খেয়াঘাটের ভাড়া নিয়ে টেঁটাযুদ্ধের পর প্রশাসনের টনক নড়েছে

জব্দকৃত ৬৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি’র ঊর্ধ্বতন এই কর্মমর্তা।