১২ কিলোমিটার যানজট
মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ
গাজীপুর-৬ আসন বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। এতে ব্যস্ততম এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গীর কলেজগেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন গাজীপুর-৬ আসনের বিএনপির নেতাকর্মীরা।
আরও পড়ুন: মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গাজীপুরে নতুন করে ৬ নম্বর আসন যুক্ত করার প্রস্তাবনা আসে। তবে হাইকোর্টের রায়ে আসনটি বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা। রায় ঘোষণার পর তারা আপিল করেন এবং আজ সকালে ওই আসন বহালের দাবিতে সড়কে বিক্ষোভে নামেন।
এ সময় তারা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে স্লোগান দেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়।
আরও পড়ুন: নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, অর্ধশতাধিক আহত
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, “বিএনপির নেতাকর্মীরা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেছে। ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





