বগুড়ায় দিনব্যাপী তারেক রহমানের উদ্যোগে সেবামূলক কর্মসূচি

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:০২ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় সারাদিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে নানা রকম সেবামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। উক্ত অনুষ্ঠানটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের উদ্যোগেই এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এতে আমরা বিএনপি পরিবার-এর আয়োজনে গত (১৮ নভেম্বর) মঙ্গলবার সারাদিনব্যাপী এই কর্মসূচি বগুড়া শহরের ঐতিহাসিক শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবামূলক এই মানবিক কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

আরও পড়ুন: নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান কর্মসূচির পাশাপাশি হুইলচেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, শ্রমিকদের মাঝে পোশাক ও হাতমোজা বিতরণ করা হয়।

এই সেবামূলক মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট চিকিৎসক ডা. মনোয়ার কাদির বিটু; জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি; আমরা বিএনপি পরিবার-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ।

আরও পড়ুন: সীমান্তে গুলিবর্ষণে শিশুর মৃত্যু, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. এ কে এম মাহবুবুর রহমান ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু; বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন ও আলী আজগর তালুকদার হেনা; সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডা. এম এ মুহিত; বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন; ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন; বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং বগুড়া জেলা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।