একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আনসার বাহিনীর প্রস্তুত

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বাংলাদেশ আনসার বাহিনী প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের পরিচালক মোঃ মাহবুবুর রহমান (পিএএমএস, পিভিএমএস)।

১৯ নভেম্বর বুধবার সকালে ফেনী জেলা আনসার ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

এসময় তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে আনসার বাহিনীর সুনাম আরও দূর পর্যন্ত এগিয়ে যাবে বলে আশা করছি। সরকারের গুরুত্বপূর্ণ এ নির্বাচন আনসার বাহিনীর জন্য অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে বেশি চ্যালেঞ্জিং। এ জন্য সরকার সারাদেশে তরুণ প্রজন্মের শিক্ষিত বেকার উদ্যামী যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলছে। এই প্রশিক্ষণকে দেশের কাজে লাগাতে হবে। বেকার যুবকদের আত্মনির্ভরশীল করে তুলতে সরকার আনসার ভিডিপির সদস্যদের কম্পিউটার, সেলাই, অস্ত্রসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তুলছে।

আগামী নির্বাচনে সারাদেশে আনসার বাহিনীর সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্র মনিটরিং করা হবে। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে অত্র এলাকায় অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঐ কেন্দ্রে পৌঁছে যাবে। এ সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার অথবা দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে বার্তা চলে যাবে। আপনাদের মনে রাখতে হবে, একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া আনসার বাহিনীর প্রধান চ্যালেঞ্জ।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

আমরা আনসার বাহিনী যদি প্রতিটি কেন্দ্রে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, তাহলে কেন্দ্রে দায়িত্বে থাকা অন্য বাহিনীও দায়িত্ব পালনে সাহস পাবে। আনসার বাহিনীর আন্তরিকতা ও পরিশ্রম মিলেই একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব।

অনুষ্ঠানে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া–সহ ৬টি জেলার বিভিন্ন উপজেলায় মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের পরিচালক মোঃ মাহবুবুর রহমান (পিএএমএস, পিভিএমএস)। এসময় ফেনী জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ হেলান উদ্দিন ও জেলা অ্যাডজুট্যান্ট বিবি কুলসুম উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে ১ হাজার ৫০০ প্রশিক্ষণার্থীকে পুরস্কার তুলে দেওয়া হয়।