নবাগত জেলা প্রশাসকের সাথে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা

Sanchoy Biswas
নেওয়াজ আহমেদ পরশ, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:১৫ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে কাশিয়ানী উপজেলার সকল কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা ও পরামর্শ দেন এবং ভোট কেন্দ্রের আলোকস্বল্পতা সহ নানাবিধ সমস্যা সমাধানে পূর্ব থেকেই উদ্যোগের আহ্বান জানান। 

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

তিনি আরও বলেন, সরকার নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর। জনগণকে ভোটকেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে, নির্বাচন সুষ্ট করতে আপনাদের দায়িত্ব নিতে হবে, এ গুরুদায়িত্ব আপনাদের উপর পড়বে। গোপালগঞ্জ উন্নয়ন ও শান্তির একটি অনন্য জেলা। প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে সকলে একসাথে কাজ করলে জনগণকে সেবা প্রদান আরও সহজ হবে। উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দুর্নীতি, অনিয়ম ও ভোগান্তি কমাতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলায় কর্মরত সকল কর্মকর্তারা। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

সভায় সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল এর সঞ্চালনায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আইন শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নের বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেন খাঁন, নির্বাচন অফিসার মোহাম্মদ শামীম রশিদ, প্রকৌশলী সজল কুমার দত্ত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহীদুল আলম মুন্না, সাংবাদিক ফায়েকুজ্জামান, লিটন সিকদার প্রমুখ।

সভায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি, প্রশাসনিক সেবা প্রদান এবং জনগণকে দ্রুত সেবা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।