সিংড়ায় কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন
নাটোরের সিংড়ায় জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় সিংড়া পৌর এলাকার কতুয়াবাড়ি মহল্লার ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন করেছে। এসময় তারা কালভার্ট নির্মাণ করে এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য সড়ক ও জনপদ বিভাগ, পৌর কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
আরও পড়ুন: কাশিয়ানীতে শ্রেষ্ঠ ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন রোকেয়া বেগম
এসময় বক্তব্য রাখেন—দশরথ চন্দ্র সরকার, অখিল চন্দ্র সরকার, মিনা সরকার, বিধান কুমার সরকার, তিলক চন্দ্র সরকার, শ্যামলী সরকার প্রমুখ।
বক্তারা জানান, সম্প্রতি সড়ক ও জনপদ বিভাগ থেকে সিংড়া–গুরুদাসপুর রাস্তা নির্মাণ কাজ শুরু হয়। কালভার্ট নির্মাণ কাজ শুরু হলেও তা আর হয়নি।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ লাখ টাকা জরিমানা
এর ফলে বৃষ্টি হলেই পশ্চিম পাশের ১৫/২০টি বাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বসতভিটা, বাগান ডুবে যাচ্ছে। গাছপালা নষ্ট হচ্ছে এবং ফসলের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এজন্য তারা কালভার্টের দাবি জানিয়েছেন।





