ফেনীতে সোশ্যাল এইডের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণা ও মশারী বিতরণ

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:৫৯ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সোশ্যাল এইড-এর উদ্যোগে এবং লাইপ-এর অর্থায়নে ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণা এবং মশারী বিতরণ অনুষ্ঠান বুধবার (৩ ডিসেম্বর) সকালে ফেনী পৌরসভার ৭নং ওয়ার্ড সৈয়দ নগরে অনুষ্ঠিত হয়।

সোশ্যাল এইড ফেনীর প্রোগ্রাম ম্যানেজার এম নাছির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ফেনী পৌরসভার প্রশাসক মো. ইসমাইল হোসেন। তিনি উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক প্রচারনা ও মশারী বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন 

আরও পড়ুন: পঞ্চগড়ে টানা তিন দিন ১০ ডিগ্রি, শীতের তীব্রতা বেড়েছে

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক প্রচারনা ও মশারী বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোশ্যাল এইড এর নির্বাহী প্ররিচালক ইঞ্জিনিয়ার বাবুল আক্তার।

সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক খাঁন সজীব’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) রোমেন শর্মা, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন সুলতানা কান্তা, ফেনী পৌর নির্বাহী কর্মকর্তা শামসুল হক, পৌর মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ।

আরও পড়ুন: নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


সোশ্যাল এইড এর ডেঙ্গু সচেতনতার অংশ হিসেবে ফেনীর দুইটি উপজেলা ফেনী সদর ও দাগনভূইয়া পৌরসভার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ফেনী পৌর এলাকায় সৈয়দনগর, সুলতানপুর, সুইফার কলোনী, বেদেপল্লী ও পৌরসভা এলাকায় ১০০০ পিচ এবং গতকাল দাগনভুঁইয়া উপজেলার ফাজিলের ঘাট জেলে পাড়া, রামনান্দপুর, তালতলী জেলে পাড়া, জগতপুর, আব্দুল্লাহ মোড়, ঈসহাক শপিং কমপ্লেক্স, দাগনভূইয়া পৌরসভা এলাকায় ১০০০ পিচ মশারী বিতরণ করা হয়। ঈসহাক শপিং কমপ্লেক্স এবং দাগনভুঁইয়া পৌরসভা এলাকায় ১০০০ পিস মশারী বিতরণ করা হয়।