ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:০৪ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌদুর্ঘটনা এড়াতে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেল থেকেই কুয়াশার তীব্রতা বাড়তে থাকায় নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সন্ধ্যার দিকে কুয়াশা আরও ঘন হয়ে পড়লে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

আরও পড়ুন: সাতক্ষীরা পাটকেলঘাটায় সুপারির বাম্পার ফলন, দাম কমে দুশ্চিন্তায় চাষিরা

এ পরিস্থিতিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় সন্ধ্যা সোয়া ৭টা থেকে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, নৌদুর্ঘটনা এড়ানোর জন্য সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

আরও পড়ুন: সাবেক মন্ত্রীর এপিএসের নির্দেশে ১০ হাজার টাকায় নির্বাচন কার্যালয়ে আগুন