সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযানে ৫টি বক অবমুক্ত

Sanchoy Biswas
মো মোতালেব হোসেন, (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৮ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের সিংড়ায় পরিবেশ সুরক্ষায় সফল অভিযান পরিচালনা করেছেন পরিবেশ কর্মীরা।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের উদ্যোগে এ অভিযানে একটি বাঁশের কেল্লা ধ্বংস করা হয়, অবৈধ জাল ও সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ৫টি বক পাখি অবমুক্ত করা হয়। পরে জাল ও সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: সীমান্তে গুলিবর্ষণে শিশুর মৃত্যু, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আগলাড়ুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

পরে বকগুলো অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।

আরও পড়ুন: মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত

এর আগে চলনবিলের আগলাড়ুয়া বিলে পরিবেশ কর্মী জুলহাজ কায়েম, মোতালেব ও রাকিব হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত অবৈধ বাঁশের কেল্লা ভেঙে ফেলা হয় এবং শিকারিদের ব্যবহৃত জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ জানান, চলনবিল অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তারা স্থানীয় জনগণকেও পাখি ও প্রকৃতি রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।