নান্দাইলে রাতের আধারে শীতার্থদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:০৬ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলের বিভিন্ন এলাকায় অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল ও এতিমখানা সহ বৃদ্ধাশ্রমে থাকা শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও ফাতেমা জান্নাত। নান্দাইলে শীতের তীব্র দাপটে কয়েকদিনে জনজীবনে নেমে এসেছে ছন্দপতন। বেড়েছে শ্রমজীবি মানুষের চরম দুর্ভোগ।

এলাকার বাসীরা জানান, গত কয়েকদিনে তাপমাত্রা কমার চেয়ে বেশি অসুবিধা হচ্ছে হিমশীতল বাতাসে। ফলে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে কেউ বের হচ্ছেন না।

আরও পড়ুন: মাথায় গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে, টেকনাফ সীমান্তে কী ঘটছে?

অন্যদিকে, নান্দাইলের হতদরিদ্র, ছিন্নমূল মানুষ, এতিমখানা, আশ্রয়ন প্রকল্পের আবাসন এলাকা ও বৃদ্ধাশ্রমে গত কয়েকদিন যাবত সন্ধ্যায় ইউএনও ফাতেমা জান্নাত নান্দাইল রোড, রেলওয়ে স্টেশন ও বাস যাত্রী ছাউনিগুলোতে থাকা কুলি ও ছিন্নমূল মানুষ সহ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার বোর্ডিংয়ে থাকা শিশু, বৃদ্ধাশ্রমে থাকা বয়স্ক শীতার্থ মানুষদের এবং আশ্রয়ন প্রকল্পের আবাসিক এলাকায় বসবাসকারী অসহায় হতদরিদ্রদের মাঝে নিজ হস্তে কম্বল বিতরণ করেছেন।

ইউএনও ফাতেমা জানান, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে যে পরিমাণ কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে তা অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। অপরদিকে, নান্দাইলে শীতার্থদের মাঝে যে পরিমাণ কম্বল বরাদ্দ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।

আরও পড়ুন: নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

নান্দাইলে অসহায় হতদরিদ্র, শীতার্থ মানুষের প্রয়োজনে আরও কম্বল বরাদ্দের দাবি জানিয়েছেন স্থানীয় মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।