চাঁদপুরে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
চাঁদপুরে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের উদ্যোগে চাঁদপুরে গরীব দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদরের মিশন রোডস্থ রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে বিবেকানন্দ স্টাডি অ্যান্ড ফিলান্থ্রপিক সেন্টার, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে প্রায় শতাধিক অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
আরও পড়ুন: মাথায় গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে, টেকনাফ সীমান্তে কী ঘটছে?
চাঁদপুর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী স্থীরাত্ননন্দ মহারাজের সভাপতিত্বে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় চাঁদপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী স্থীরাত্ননন্দ মহারাজ জানান, দুস্থ ও মানবতার সেবায় রামকৃষ্ণ আশ্রমগুলো প্রতি বছর শীতকালে দরিদ্র ও দুঃস্থ মানুষের জন্য কম্বল বিতরণ করে থাকে। এটি তাদের 'সেবা' কর্মসূচির একটি অংশ; এই কর্মসূচির মাধ্যমে শুধু শীতবস্ত্রই নয়, শিক্ষা উপকরণ ও অন্যান্য সাহায্যও দেওয়া হয়।
আরও পড়ুন: নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত





