মিরপুরের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬, উদ্ধার অভিযান চলমান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:২২ পূর্বাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, প্রথমে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, পরে আরও ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলমান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে প্রথম আগুনের সংবাদ আসে। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১১টা ৫৬ মিনিটে, এরপর মোট ১২টি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। তালহা বিন জসিম বলেন, পাশের কেমিক্যাল গোডাউন এখনও আগুনে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তাই সেখানে কেউ যেতে পারছে না। ড্রোন ও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।

আরও পড়ুন: ৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনতলা পোশাক কারখানার নিচতলায় ‘ওয়াশ ইউনিট’-এ আগুনের সূত্রপাত ঘটে। আগুন পাশের রাসায়নিক গোডাউনে ছড়িয়ে পড়লে বিস্ফোরণের শব্দ হয়। এরপর আগুন পুরো তিনতলা কারখানায় ছড়িয়ে পড়ে। শ্রমিকরা বের হওয়ার চেষ্টা করলেও অনেকে আটকা পড়েন। ফায়ার সার্ভিস এখনও আগুনের সঠিক সূত্রপাত নির্ধারণ করতে পারেনি।