ডঃ মোমেন স্বরাষ্ট্র সচিব
স্বরাষ্ট্র সহ পাঁচ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ
রাষ্ট্রপতির কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সহ ৫ মন্ত্রণালয়ে চুক্তি ভিত্তিক নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগকৃত সকলেই ৮২ ব্যাচের অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। তাদেরকে বিগত ১৭ বছর বঞ্চিত করা হয়েছিল।
এর মধ্যে ড. শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগের সচিব, ড. নাসিমুল গণিকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব ও এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
আরও পড়ুন: সিও ক্লোজড, বাবুর্চি সুইপারসহ কক্সবাজার র্যাবে গণবদলি
উল্লেখ্য, তাঁরা আওয়ামী লীগ সরকারের সময় অতিরিক্ত সচিব থেকে অবসরে যান। ২ বছরের জন্য এবার এই ৫ সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। তবে, অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা যাবে না।

আরও পড়ুন: ওসি নিয়োগের জন্য ১৩৬ পুলিশ পরিদর্শক একদিনে বদলি





