রাজধানীর শাহবাগে পরিত্যক্ত গাড়িতে আগুন

ছবিঃ সংগৃহীত
রাজধানীর শাহবাগ থানার পিছনে রাখা ডাম্পিং (পরিত্যক্ত) গাড়িতে আগুন লেগেছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহবাগ থানার পেছনে জব্দ করা গাড়ির গ্যারেজে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।