উত্তরায় বিমান দুর্ঘটনায়

ছাত্র-ছাত্রীদের দগ্ধ দেহ দেখে মর্মান্তিক আহাজারি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৫ | আপডেট: ৯:৩২ পূর্বাহ্ন, ২১ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। আহতদের যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়, তখন স্বজনদের আহাজারিতে হাসপাতাল চত্বর ভারী হয়ে ওঠে। সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন কলেজ সংলগ্ন একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হলে, ঠিক স্কুল ছুটির মুহূর্তে ভবনের নিচে অবস্থানরত শিশু-কিশোরদের গায়ে আগুন ছড়িয়ে পড়ে। বিমান বিধ্বস্ত হয়ে ধসে পড়া দেয়াল ও আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি কয়েকজন কোমলমতি শিক্ষার্থী।

চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের অনেকেরই ৩০-৭০% পর্যন্ত শরীর পুড়ে গেছে, এবং তাদের মধ্যে বেশিরভাগই শিশু ও কিশোর বয়সী শিক্ষার্থী।

আরও পড়ুন: মতিঝিলে ওএমএস পণ্য কালোবাজারির সময় ডিলারসহ দুজন আটক

হাসপাতালে ছুটে এসেছেন মাইলস্টোন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দারা এবং রাজনৈতিক নেতারাও। বিচার ও ক্ষতিপূরণ দাবি করছেন অভিভাবকরা।

এই ঘটনার পর প্রশাসনের উদাসীনতা ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

আরও পড়ুন: রাজধানীর মগবাজার ও তেজগাঁওয়ে আগুন