বরিশালে ধর্ষণ মামলায় দুই জনের যাবজ্জীবন

বরিশালে জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে এক নারীকে পালাক্রমে ধর্ষণ ও হত্যাচেষ্টার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর সাথে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় দেন।
আরও পড়ুন: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৭০
দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের মুলাদী উপজেলার জাগরনী বাজার এলাকার লালু সরদারের ছেলে সিদ্দিক সর্দার ও আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের প্রয়াত হরলাল বাড়ৈর ছেলে স্বপন বাড়ৈ। রায় ঘোষণার সময় স্বপন বাড়ৈ আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী আজিবর বলেন, জমি নিয়ে বিরোধে ২০১৬ সালের ১১ সেপ্টেম্বর আসামি সিদ্দিক ফোন করে উজিরপুর উপজেলার প্রথম ব্রিজ এলাকায় ওই নারীকে আসতে বলা হয়। ভুক্তভোগী নারী আসার পর তাকে বাবুগঞ্জ উপজেলা এলাকায় নিয়ে নারীকে সিদ্দিক ও স্বপন বাড়ৈসহ অজ্ঞাত আরও ৬ জনে মিলে পালাক্রমে ধর্ষণ করে।
আরও পড়ুন: পাপিয়া দম্পতির সাড়ে তিন বছরের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা