স্থানীয় পর্যায়ে ওডিএ অর্থায়নের অনন্য মাইলফলক
বাংলাদেশে ঋণ বিতরণ ও প্রতিশ্রুতিতে জাইকা’র রেকর্ড
                                        জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) জানিয়েছে, জাপানের ২০২২ অর্থবছরে (এপ্রিল ২০২২ থেকে মার্চ ২০২৩) বাংলাদেশে সংস্থাটির আনুষ্ঠানিক উন্নয়ন সহযোগিতা (ওডিএ) ঋণের প্রতিশ্রুতি এবং বিতরণ উভয়ই তাদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ অঙ্কে পৌঁছেছে। উল্লেখ্য, বাংলাদেশে জাইকা’র ওডিএ অর্থায়ন কার্যক্রম আরম্ভ হয় ১৯৭৪ সালে।
২০২২ জাপান অর্থবছরে জাইকা বাংলাদেশে ৫টি গুরুত্বপূর্ণ প্রকল্পে মোট ৩৩১ বিলিয়ন জাপানি ইয়েন অর্থসহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। জাইকার আনুষ্ঠানিক উন্নয়ন সহযোগিতা (ওডিএ) ঋণ প্রতিশ্রুতির সঙ্গে জড়িত মূল প্রকল্প ৫টি হলো- ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (লাইন ৫ নর্দান রুট)। এ প্রকল্পে ঋণের পরিমাণ ১৩ হাজার ৩৩৯ কোটি ৯০০ ইয়েন। এছাড়া দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্প (ঋণের পরমিাণ ৩ হাজার ২৪৬ কোটি ২০০ ইয়েন), মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প (ঋণের পরমিাণ ১০ হাজার ৫৩৬ কোটি ২ লাখ ইয়েন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্প (ঋণের পরমিাণ ৫ হাজার ৫৭২ কোটি ৯ লাখ ইয়েন) এবং জয়দবেপুর-ঈশ্বরদী সকেশনরে (ই/এস) ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প (ঋণের পরমিাণ ৪২২ কোটি ৮ লাখ ইয়েন)।
আরও পড়ুন: অক্টোবরে রপ্তানি আয়ে ৫.৪১ শতাংশ প্রবৃদ্ধি
জাইকা ২০২০ জাপান অর্থবছরে বাংলাদেশে ৩৭৩ বিলিয়ন জাপানি ইয়েন অর্থায়নের প্রতিশ্রুতি দেয়, যা স্থানীয় পর্যায়ে সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ অঙ্কের ঋণ প্রতিশ্রুতি ছিল। ২০২২ জাপান অর্থবছরে জাইকা’র মোট বিতরণের পরিমাণ ছিল ২৬১ বিলিয়ন জাপানি ইয়েন, যা এর পূর্ববর্তী, অর্থাৎ ২০২১ অর্থবছরের ২৬৪ বিলিয়ন জাপানি ইয়েনের রেকর্ডের চেয়ে সামান্য কম। ২০২২ অর্থবছরে জাইকা’র এই রেকর্ড পরিমাণ সহযোগিতাকে বর্তমানে দেশের বাস্তবায়নাধীন মেগা প্রকল্পগুলোর নিরবচ্ছিন্ন অগ্রগতির পেছনে অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা যেতে পারে।
বিগত দশকজুড়ে ওডিএ ঋণ, অনুদান এবং কারিগরি সহযোগিতা স্কিমের মাধ্যমে জাইকা বাংলাদেশের সাথে এর অংশীদারিত্বের সম্পর্ককে আরো দৃঢ় করে তুলেছে, যার ফলশ্রুতিতে দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোগত চাহিদা মোকাবেলার পথ আরো সুগম হয়ে উঠছে। অদূর ভবিষ্যতেও জাইকা স্থানীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা সমূহ অর্জনে বাংলাদেশের সাথে একইভাবে কাজ করে যাওয়ার প্রত্যাশা রাখে।
আরও পড়ুন: এলপিজির নতুন দাম নির্ধারণ





                                                    