রোববার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু

Sanchoy Biswas
আরাফাত চৌধুরী, জবি
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ন, ২৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ৮:৫৯ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের সকল ইউনিটে প্রথম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি আবেদন আজ দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। এ আবেদন চলবে ৫ই মে তারিখ পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আরও পড়ুন: অবশেষে বদলি হলেও বাতিলের চেষ্টা মাউশির প্রভাবশালী এসিআর সালমার

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে এ, বি, সি, ডি ও ই ইউনিটে প্রথম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি আজ ২৭ এপ্রিল (রোববার) দুপুর ১২টা থেকে শুরু হয়ে ৫ মে (সোমবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। নির্ধারিত এ সময়ের মধ্যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://jnuadmission.com) নিজ নিজ প্যানেলে লগইন করে নির্ধারিত ভর্তি ফি অনলাইনে জমা দিয়ে ভর্তি আবেদন সম্পন্ন করবে।

ভর্তি ফিস জমাদানকারী শিক্ষার্থীদের আজ রোববার হতে ৬ মে ২০২৫ তারিখ পর্যন্ত (সকাল ৯টা হতে বিকাল ৪টার মধ্যে) সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিয়ে কাগজপত্র জমাদানের রশিদ সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে।    

আরও পড়ুন: এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

ভর্তি ফিসের পরিমাণ:

বিজ্ঞান অনুষদ এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য (ব্যবহারিক ক্লাসের ফিসহ) ১২,৪৩০(টাকা), বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য ১০,৪৩০(টাকা), কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদভুক্ত বিভাগ এবং ইনস্টিটিউটসমূহের (আই ই আর ও আই এম এল) জন্য ১০,৪৩০(টাকা), ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ, সংগীত ও নাট্যকলা বিভাগ (ব্যবহারিক ক্লাসের ফিসহ) ১২,৪৩০(টাকা), চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য (ব্যবহারিক ক্লাসের ফিসহ) ১২,৪৩০(টাকা)

ভর্তির জন্য সংশ্লিষ্ট ডিন অফিসে নিম্নবর্ণিত কাগজপত্রাদি জমা দিতে হবে:

এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র; ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র (Admit Card); অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফরম; দুই কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে বিষয় নির্বাচন (Subject Choice) এর জন্য ৮ এপ্রিল থেকে ১৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় মোট আসন সংখ্যা ২৮১৫ টি।

এর মধ্যে ‘এ’ ইউনিটে সর্বমোটে আসন রয়েছে ৮৬০টি। ‘বি’ ইউনিটের মোট আসন সংখ্যা ৭৮৫টি। ‘সি’ ও ‘ডি’ ইউনিটের মোট আসন সংখ্যা যথাক্রমে ৫২০টি ও ৫৯০টি এবং ‘ই’ ইউনিটে মোট আসন আছে ৬০ টি।