পটুয়াখালীতে সেনা-পুলিশের যৌথ অভিযানে গাঁজা ও ইয়ার গানসহ যুবক আটক

পটুয়াখালীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১০৭ গ্রাম গাঁজা, গাঁজা মাপার মেশিন ও পয়েন্ট টু টু মিলিমিটার ইয়ার গানসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাতে সদর উপজেলার ২ নম্বর বাধঘাট বড়বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পটুয়াখালী শিশু একাডেমি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আকিব জাভেদ-এর নেতৃত্বে শুক্রবার রাত সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত “ইন এইড টু সিভিল পাওয়ার” ডিউটির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল অংশ নেয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ২০০ বছরের পুরোনো কাইকারটেক হাট
অভিযান চলাকালে ১০৭ গ্রাম গাঁজা, ১টি গাঁজা মাপার মেশিন ও একটি পয়েন্ট টু টু মিলিমিটার ইয়ার গান উদ্ধার হয়। এ সময় রাকিব (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক রাকিবকে উদ্ধারকৃত আলামতসহ পটুয়াখালী সদর থানার এসআই শিহাবের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: বাবা লেচু মিয়ার জনপ্রিয়তা ধরে এগিয়ে যাচ্ছেন সৈয়দা আদিবা হোসেন