এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ১০ জুলাই (বুধবার)। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ফল প্রকাশের দিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফলাফল দেখতে পারবে। এছাড়া এসএমএস এর মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য নির্ধারিত ফরম্যাটে মোবাইল ফোন থেকে মেসেজ পাঠাতে হবে। এবার মোট পরীক্ষার্থী প্রায় ১৯ লাখ।
আরও পড়ুন: ৩ দিন ব্যাপী নবীনবরণের আয়োজন করলো রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮ লাখ ২৮ হাজার ১৮১ জন। সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।
মোবাইলের মাধ্যমে ফলাফল জানার নিয়ম: ফল জানার জন্য পরীক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস পাঠাতে SSC
আরও পড়ুন: রাবির সোহরাওয়ার্দী হলে ডাস্টবিন দিলো কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ