সাত দফা দাবিতে পটুয়াখালী পলিটেকনিক শিক্ষার্থীদের মশাল মিছিল

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:০০ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি অসম্মান, বিএসসি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি ও চক্রান্তের প্রতিবাদে এবং সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে।

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী হাতে মশাল নিয়ে “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সম্মান চাই”, “অযৌক্তিক তিন দফা মানি না”, “সাত দফা দাবি বাস্তবায়ন কর” ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা বাকৃবি

শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—

১. ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদ ও সম্মান নিশ্চিত করা,

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

২. চাকরিক্ষেত্রে বৈষম্য নিরসন,

৩. বিএসসি প্রকৌশলীদের প্রস্তাবিত তিন দফা অযৌক্তিক দাবি বাতিল,

৪. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির সুযোগ বৃদ্ধি,

৫. অবকাঠামো ও ল্যাবরেটরির আধুনিকায়ন,

৬. বাস্তব প্রশিক্ষণ ও শিল্প সংযুক্তি কার্যক্রম জোরদার করা,

৭. কর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে বিশেষ উদ্যোগ গ্রহণ।

সমাবেশে বক্তারা বলেন, “আমরা কোনোভাবেই বৈষম্য মেনে নেব না। দেশের অবকাঠামোগত উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান কম নয়। অথচ বারবার আমাদের প্রাপ্য সম্মান ও অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।”

অন্য একজন শিক্ষার্থী বলেন, “বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবির মাধ্যমে আমাদের ভবিষ্যৎ অন্ধকার করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট জানাতে চাই, এই চক্রান্ত চলতে দেওয়া হবে না। সাত দফা দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা প্রকৌশলীদের অবমূল্যায়ন করা হচ্ছে। অথচ বাস্তবমুখী কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই। তারা ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।