ছিনতাইকারীর হামলায় আহত ঢাবি ছাত্রী

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:০২ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার ছুটিতে গ্রামের বাড়ি পাবনায় যাওয়ার পথে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীমঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর মতিঝিল এলাকায়ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম হুসনে আরা নওশীন আঁচলতিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী

আরও পড়ুন: সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর ৫টা ২০ মিনিটের দিকে নওশীন পরিবারের সঙ্গে রিকশাযোগে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি প্রাইভেট কার এসে তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাগটি শক্ত করে ধরে রাখায় তিনি রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন: চবিতে নীতিমালার তোয়াক্কা না করেই জামায়াতপন্থীদের পদোন্নতি

সহপাঠী নুসরাত ইসলাম জানান, ছিনতাইকারীরা ব্যাগ টান দিলে আঁচল পড়ে যায় এবং তার মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন।

ব্যাগে নওশীনের মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড এবং কিছু নগদ অর্থ ছিল বলে জানা গেছে। ঘটনার পর তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।