ডাকসুর উদ্যোগে ঢাবিতে শুরু হচ্ছে আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি

Sanchoy Biswas
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:১৯ পূর্বাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর আয়োজনে এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের সার্বিক সহযোগিতায় আগামীকাল শুক্রবার (২৪ অক্টোবর) ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি’।

নিজেকে সুরক্ষিত রাখার কৌশল ও আত্মরক্ষার প্রাথমিক প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। প্রশিক্ষক হিসেবে থাকবেন ডাকসুর ক্রীড়া সম্পাদক ও তাঁর বিশেষ প্রশিক্ষক দল।

আরও পড়ুন: এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শেষ হচ্ছে আজ

এ সময় পূর্বে আয়োজিত সাত দিনের আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হবে।

কর্মসূচির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, সঙ্গে ডাকসুর অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দও উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: ত্রিভূজ প্রেমের গল্প সাজিয়ে জুবায়েদের চরিত্র হরণের চেষ্টা করছে পুলিশ: অধ্যাপক রইস উদ্দিন

ডাকসু এক বিজ্ঞপ্তিতে জানায়, আত্মরক্ষার কৌশল শেখা শুধু শারীরিক সক্ষমতা নয়, এটি আত্মবিশ্বাস ও সাহসিকতার প্রতীক।